নীল-তৃণার বিয়ের আসরে হাজির মুখ্যমন্ত্রী, দিলেন আর্শীবাদ

Continues below advertisement

নীল-তৃণার বিয়ে নিয়ে সরগরম গোটা টলিপাড়া। এরইমধ্য়ে হাই ভোল্টেজ এই বিয়েতে হাজির হলেন স্বয়ং মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্য়ায়। নীল-তৃণার বিয়ের মেহেন্দি অনুষ্ঠান থেকে গায়ে হলুদ সবেতেই ছিল জমকালো আয়োজন। প্রত্য়েকটি অনুষ্ঠানে হাজির ছিলেন টালিগঞ্জের তাবড়-তাবড় সেলিব্রিটিরা। রূপকথার নায়ক-নায়িকার মতো নীল-তৃণার সাজেওবার বার মুগ্ধ হয়েছে তাদের ফ্য়ানেদের।
বিয়ে করতে আসার সময়ও নীলের এন্ট্রি ছিল এক্কেবারে নজরকারা।
Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram