Dhrubo Banerjee Exclusive: ভালো বিষয় যেটা বক্স অফিসেও প্রভাব ফেলবে, এমন ছবি বারে বারে করতে হবে বাংলায়: ধ্রুব
কলেজে পড়ার সময় 'স্বপ্নসন্ধানী'-র সঙ্গে যুক্ত ছিলেন। সেসময়ে মঞ্চস্থ হত 'টিকটিকি' আর সেটের দায়িত্ব ছিল তাঁর। সেই তখন থেকেই এই চিত্রনাট্যকে পর্দায় নিয়ে আসার স্বপ্ন। 'হইচই'-এর ১০০তম ওয়েব সিরিজে সেই সুযোগ এল। পছন্দের অভিনেতাদেরও পেলেন। অনির্বাণ ভট্টাচার্য (Anirban Bhattacharyya) ও কৌশিক গঙ্গোপাধ্যায়কে (Kaushik Ganguly) 'টিকটিকি'-তে পরিচালনা করার সুযোগ পেয়ে ধ্রুব বন্দ্যোপাধ্যায়ের যেন মেন হল, 'তাঁর ইচ্ছা কানায় কানায় পূর্ণ হয়ে গেল।' 'স্বপ্নসন্ধানী' থেকে স্বপ্নের শুরু, 'টিকটিকি'-র জন্য কৌশিক ও অনির্বাণকেই কেন বেছেছিলেন ধ্রুব? পরিচালক বলছেন, 'এটা এক একজন পরিচালকের নিজস্ব ভাবনা। আমার মনে হয়েছিল সৌমেন্দ্র কৃষ্ণ দে ও মিলন বসাক, এই দুজন সম্পূর্ণ ভিন্ন মেরুর দুজন মানুষ। মনে হয়েছিল, আমি যদি এমন ২জন অভিনেতাকে পাই, যাঁরা তাঁদের শৈলীতে সম্পূর্ণ ভিন্ন, তাহলে চরিত্র দুটো জীবন্ত হয়ে উঠবে। আমার সেই পরিকল্পনা একেবারেই ভুল হয়নি। যাঁরা টিকটিকি দেখেছেন, বলেছেন এটা কেবল একটা ওয়েব সিরিজ নয়, একটা অভিনয়ের ওয়ার্কশপ হয়ে উঠেছে। আগামীদিনে যাঁরা অভিনয় করতে চাইবেন, তাঁদের অভিনয় শিখতে সাহায্য করবে টিকটিকি। এখন মনে হয়, কাস্টিং নিয়ে আমার সিদ্ধান্ত খুব একটা ভুল ছিল না।'