'ওই চাদরটা গায়ে দিয়ে যখনই শুনি 'অ্যাকশান', দিতিপ্রিয়া থেকে রানিমা হয়ে উঠি'
Continues below advertisement
কথা ছিল ৩ মাস অভিনয় করার, সেখান থেকে সময়সীমা বেড়ে ৪ বছর। কেমন ছিল দিতিপ্রিয়া থেকে রানি রাসমনি হয়ে ওঠা? দিতিপ্রিয়া বলছেন, 'আমার নাতি নাতনিদের ভূমিকায় যাঁরা অভিনয় করেন তাঁরা আমার থেকে অনেকটা বড়। আমার কস্টিউমের একটা জরুরী অংশ হল চাদর। সেটা গায়ে দিয়ে যখন শুনি অ্যাকশান, আমি যেন সত্যি সত্যি রানিমা হয়ে উঠি।'
Continues below advertisement