Rahool Mukharjee: টেকনিশিয়ানদের ‘বয়কট' করার প্রতিবাদে, পাল্টা পরিচালকদের কর্মবিরতির ডাক।

Continues below advertisement

Tollywood News: রাহুল বিতর্কে ফের নতুন মোড়।পরিচালক রাহুলকে টেকনিশিয়ানদের ‘বয়কট' করার প্রতিবাদে, পাল্টা পরিচালকদের কর্মবিরতির ডাক। আগামীকাল থেকে অনির্দিষ্টকালের জন্য অসহযোগিতার হুঁশিয়ারি পরিচালকদের, পাশে দাঁড়াচ্ছেন প্রযোজকরাও। এই বিষয়ে অরিন্দম শীল বলছেন, 'অধিকাংশ পরিচালকদের মতামত ও আবেগকে গুরুত্ব দিয়ে সংগঠনের কার্যকরী সমিতি আগামীকাল ২৯ জুলাই থেকে যতদিন পর্যন্ত পরিচালকদের সমস্যার সুষ্ঠ সমাধান হচ্ছে ততদিন পর্যন্ত বাংলা ভাষার সমস্ত শ্যুটিং ফ্লোরে সমস্ত সদস্যদের অনুপস্থিত থাকার জন্য অনুরোধ করা হচ্ছে। বাংলা ভাষা ছাড়া অন্য ভাষার ক্ষেত্রে এই অনুরোধ প্রযোজ্য নয়। যতদিন না এই সমাধান হচ্ছে ততদিন কোনও পরিচালক শ্যুটিং ফ্লোরে ঢুকবে না। প্রসঙ্গত, আমাদের সঙ্গে প্রযোজক অ্যাসোসিয়েশনও জানিয়েছেন তাঁরা পরিচালকদের সঙ্গে রয়েছে। একটা যে হাওয়া তোলা হয়েছে যে ডিরেক্টর নেই তো কি হয়েছে, সহকারী পরিচালক বা ইপি তাঁদের দিয়ে কাজ করানো যেতে পারে। কিন্তু অভিনেতা-অভিনেত্রীরাও পরিচালক ছাড়া আর কারও সঙ্গে কাজ করবেন না। আমরা হাজার কোটির ছবি করি না। আমরা বাংলা ভাষার মর্যাদা রক্ষা করে ছবি বানায়। এই ভাষাতেই ছবি বানিয়ে সত্যজিৎ রায়, মৃণাল সেন, ঋত্বিক ঘটকেরা বিশ্ববিখ্যাত হয়েছেন। এই পরিচালকদের মান সম্মানের ক্ষতি, আঘাত আমরা মেনে নিতে পারছি না।'

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram