Debkumar Basu: প্রয়াত প্রখ্যাত চলচ্চিত্র পরিচালক দেবকুমার বসু, বয়স হয়েছিল ৯১ বছর | ABP Ananda LIVE

Continues below advertisement

ABP Ananda LIVE: প্রয়াত প্রখ্যাত চলচ্চিত্র পরিচালক দেবকুমার বসু (Devkumar Basu)। বয়স হয়েছিল ৯১ বছর। আজ শহরের একটি বেসরকারি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। দেবকুমার বসু ভারতীয় চলচ্চিত্রের পথপ্রদর্শক দেবকী কুমার বসুর পুত্র। বাংলা ছাড়া অসমিয়া, মণিপুরী, ওড়িয়া ভাষাতেও তিনি ছবি তৈরি করেন। মাতামগি মণিপুর ছবির জন্য তিনি পেয়েছিলেন জাতীয় পুরস্কার। জনপ্রিয় বাংলা ধারাবাহিক বিবাহ অভিযানের তিনি ছিলেন পরিচালক। তাঁর পরিচালিত জনপ্রিয় ছবিগুলি হল 'শেষ বিচার', 'সংগ্রাম', 'অপূর্ণ', 'অনুভব' প্রভৃতি। প্রবীণ পরিচালকের মৃত্যুতে শোকপ্রকাশ করে পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন মুখ্যমন্ত্রী।


আজ মুদিয়ালির বাসভবনে তাঁর মরদেহ নিয়ে আসা হবে শ্রদ্ধা জানানোর জন্য। বিখ্যাত ধারাবাহিক 'বিবাহ অভিযান' তাঁরই পরিচালনায় তৈরি। সেই ধারাবাহিকই চিনিয়েছিল শঙ্কর চক্রবর্তী, শুভাশিস মুখোপাধ্যায়, জয় বদলানি ও অন্যান্য়রা। এই ধারাবাহিকেরই এক অভিনেতা দেবরাজ রায় প্রয়াত হয়েছেন । আর আজ প্রয়াত হলেন সেই ধারাবাহিকেরই পরিচালক। বাংলার থেকে বেশি উত্তর পূর্ব ভারতে বেশি কাজ করেছেন পরিচালক। শোনা যায়, দেবকীকুমার বসুর সঙ্গে যাতে তাঁর কাজের কোনও সংঘাত না হয়, সেই কারণে মণিপুরী ছবির দুনিয়ায় নিজেকে প্রতিষ্ঠিত করেছিলেন দেবকুমার বসু। 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram