Salman Khan News: হুমকি পাচ্ছেন সলমন, বাড়ির ভিতরে নিরাপত্তার জন্য কী পদক্ষেপ ? মুখ খুললেল সেলিম খান
Continues below advertisement
ABP Ananda LIVE: বাবা সিদ্দিকির মৃত্যুর পর থেকেই প্রশ্ন উঠেছে সলমন খানের (Salman Khan) নিরাপত্তা নিয়ে। শ্যুটিং চালু রাখলেও, নিরাপত্তা বাড়ানো হয়েছে তাঁর। তবে এই পরিস্থিতিতে একটি সাক্ষাৎকারে এসে বাবা সিদ্দিকির মৃত্যু ও সলমন খানের বিপদের কোনওরকম যোগাযোগ নেই বলে দাবি করলেন সলমন খানের বাবা সেলিম খান (Selim Khan)। আজকের সাক্ষাৎকারে তাঁকে প্রশ্ন করা হয়েছিল, অনেক জায়গাতেই এক কথা বলা হচ্ছে যে সলমন খান ছিলেন লরেন্স বিষ্ণোইয়ের টার্গেট। আর তাঁকে বাঁচানোর চেষ্টা করতেন বাবা সিদ্দিকি। সেই কারণেই কি সরে যেতে হল তাঁকে। সেলিম খান অবশ্য তাঁর দেওয়া সাক্ষাৎকারে বলছেন, 'বাবা সিদ্দিকির মৃত্যু আর সলমন খানের কোনও যোগ নেই। এমনকি পারিবারিকভাবে তাঁরা অবাক, কেন এই যোগসূত্র টানা হচ্ছে?'
Continues below advertisement