Uma Dasgupta: প্রয়াত সত্যজিৎ রায়ের পথের পাঁচালির 'দুর্গা', উমা দাশগুপ্ত

ABP Ananda Live: আজ প্রয়াত হয়েছেন সত্যজিৎ রায়ের পথের পাঁচালির 'দুর্গা', উমা দাশগুপ্ত। সোমবার সকাল আটটা চল্লিশ নাগাদ বাইপাসের ধারে এক বেসরকারি হাসপাতালে। তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বয়স হয়েছিল ৮৫ বছর। সপ্তাহখানের ধরে অসুস্থ ছিলেন তিনি। ছোটবেলা থেকেই থিয়েটার করতেন উমা দাশগুপ্ত। স্কুলে পড়ার সময় তাঁর অভিনয় দেখেই সত্যজিৎ রায় তাঁকে। বেছে নিয়েছিলেন পথের পাঁচালির দুর্গার চরিত্রটির জন্য। প্রথম ছবিতে অভিনয় করেই বাংলা সিনেমার ইতিহাসে জায়গা করে নেন তিনি। তবে সিনে-দুনিয়ার লাইম লাইট থেকে দূরে থাকতেই পছন্দ করতেন উমা দাশগুপ্ত।

 

আরও খবর, পুষ্পার রাজত্ব শুরুর অপেক্ষা। ৫ ডিসেম্বরের অপেক্ষায় দিনগোনার পালা শুরু হয়ে গেল। প্রকাশ্যে এল পুষ্পা দ্য রুল-এর ট্রেলার। পাটনায় জমকালো অনুষ্ঠানে ট্রেলার লঞ্চ করলেন আল্লু অর্জুন আর রশ্মিকা মন্দানা। পশ্চিমবঙ্গে বাংলাতেও মুক্তি পাবে পুষ্পা টু। বাংলার ছবিটির সংলাপ লিখেছেন শ্রীজাত।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola