Hoy Ma Noy Bouma: পরিণীতা-র হাত ধরে বাংলা টেলিভিশন ইন্ডাস্ট্রিতে পা রাখলেন নবাগতা ঈশানী চট্টোপাধ্যায়

Continues below advertisement

Entertainment news: নতুন ধারাবাহিক, নতুন সফর। পরিণীতা-র হাত ধরে বাংলা টেলিভিশন ইন্ডাস্ট্রিতে পা রাখলেন নবাগতা ঈশানী চট্টোপাধ্যায়। তাঁর বিপরীতে এবার নায়কের ভূমিকায় উদয় প্রতাপ সিং। শ্যুটিংয়ের ফাঁকে সাজঘরের আড্ডায় নিজেদের অভিজ্ঞতার কথা শোনালেন ঈশানী আর উদয়। খুলে প্রশ্নের খাতা, মুখোমুখি বসলেন গৌরব আর ঋতব্রতা। ধারাবাহিক তেঁতুল পাতা-র শ্যুটিংয়ের নেপথ্যে কেমন জমেছে তাঁদের অফস্ক্রিন কেমিস্ট্রি? একে অপরকে কতটা চিনেছেন তাঁরা? সেই সব প্রশ্নের উত্তরই দিলেন দুই তারকা। এবার তাহলে চলুন, তেঁতুলপাতার মেকআপ রুমে।

 

 

ডায়মন্ড আর হৃদানের অনস্ক্রিন গল্পে বিনোদনের মশলা যতটা, ঠিক ততটাই রয়েছে তাঁদের অফস্ক্রিনের আড্ডাতেও। শ্যুটিংয়ের ফাঁকে মজার খেলার চ্যালেঞ্জ নিয়ে মুখোমুখি হলেন ডোনা আর অয়ন। দেখুন, সেই চ্যালেঞ্জে জিতল কে। সেনা উর্দির অজানা কাহিনি শুনতে দিল্লি উড়ে গেলন শেবান আজিম। যে সমস্ত উর্দি ব্যবহারের উপযুক্ত থাকে না, সেই উর্দিগুলি নিয়ে কী করা হয়? শেবানের সফরেই মিলল প্রশ্নের জবাব।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram