Web Series: রিঙ্গোর পরিচালনায় ক্লিক OTT প্ল্যাটফর্মে মুক্তি পেতে চলেছে ওয়েব সিরিজ 'মিল্কশেক মার্ডার'

Continues below advertisement

Entertainment News: রিঙ্গোর পরিচালনায় ক্লিক ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেতে চলেছে নতুন ওয়েব সিরিজ 'মিল্কশেক মার্ডার'। তৃণা সাহা, নীল ভট্টাচার্য, সৌরভ দাস, জয়ী দেব রায়ের অভিনয়ে কোন রহস্যের জট খুলতে চলেছেন পরিচালক? ঝাঁ চকচকে ট্রেলার লঞ্চ অনুষ্ঠানে আসন্ন সিরিজ সম্পর্কে কী জানালেন অভিনেতা-অভিনেত্রী ও পরিচালক? সিরিজটি প্রযোজনা করছেন, ঐন্দ্রিলা বন্দ্যোপাধ্যায়।


সাহিত্যের জগতের আলো আঁধারি নিয়ে, বিশেষত আন্তর্জাতিক প্রকাশনা সংস্থার প্রেক্ষাপটে গড়ে উঠেছে কাহিনি। শুরুতেই দেখা যায় একজন সুপুরুষ ব্যক্তিকে। ব্যর্থ লেখক তিনি। তাইল্যান্ডের পাটায়াতে থাকেন। বহুবার চেষ্টা করেছেন বড় প্রকাশককে দিয়ে বই ছাপানোর। প্রতিবারই তিনি প্রত্যাখ্যাত হয়েছেন। বিরক্ত, হতাশাগ্রস্ত লেখক চলে যান ফিফি দ্বীপে, কিছুটা সবার থেকে নিজেকে আড়াল করে রাখার জন্যই। অকস্মাৎ সেই সমুদ্রতটে তাঁর সঙ্গে এক বিচিত্র ব্যক্তির দেখা হয়ে যায়। ভদ্রলোক বাঙালি, খানিকটা উন্মাদও বলা চলে। প্রবাসে দুই বাঙালির বন্ধুত্ব গড়ে উঠতে সময় লাগে না। কথায় কথায় লেখক জানতে পারেন - এই পাগলাটে লোকটির প্রথম লেখা বই এক নামী প্রকাশনা সংস্থা শুধু ছাপছে তাইই নয়, একটা বড় অঙ্ক দিয়ে ছাপছে। তার দাবি, তার সেই উপন্যাসের জন্য, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন একটি প্রকাশনা সংস্থার সঙ্গে চুক্তি হয়েছে। কিন্তু তার হাতে ধরা সেই পাণ্ডুলিপি এখনও জমা দেননি। পরেরদিন দু'জনে সমুদ্রের ধারে বেড়াতে যান একসঙ্গে। সেখানে লেখককে পাণ্ডুলিপিটি পড়তে দিয়ে ওই ভদ্রলোক সমুদ্রে স্নান করতে নামেন। আর সেখান থেকেই তিনি সমুদ্রে নিখোঁজ হয়ে যান। ব্যর্থ লেখকের হাতে পাণ্ডুলিপি, নিরিবিলি নিঝুম সমুদ্র সৈকত, আশেপাশে নেই কোনও প্রত্যক্ষদর্শী, মূল গ্রন্থের লেখক নিঁখোজ। মনের মধ্যে বিখ্যাত হওয়ার অসম্পূর্ণ স্বপ্ন। তারপর? স্বপ্নপূরণ করবেন তিনি?

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram