Parambrata Chatterjee: অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায় ও তাঁর স্ত্রী পিয়া চক্রবর্তীর যুগলবন্দিতে গানে গানে মেতে উঠল বাইপাস লাগোয়া কেসিসি
ABP Ananda Live: শীতের আমেজে মোড়া শহরে নানা রঙের সংস্কৃতির উদযাপন। কলকাতা সেন্টার ফর ক্রিয়েটিভিটি এবং ইমামি CSR-এর যৌথ উদ্যোগে বৃহস্পতিবার তারই সূচনা হল।অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায় ও তাঁর স্ত্রী পিয়া চক্রবর্তীর যুগলবন্দিতে গানে গানে মেতে উঠল বাইপাস লাগোয়া কেসিসি।একমাসব্যাপী এই অনুষ্ঠান চলবে ২২ ডিসেম্বর পর্যন্ত।জাদুঘর, ভিক্টোরিয়া মেমোরিয়াল, প্রিয়া সিনেমা, জিডি বিড়লা সভাঘর, টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটি, এমন নানা জায়গায় কলকাতা সেন্টার ফর ক্রিয়েটিভিটি বা কেসিসি-র উদ্যোগে সাংস্কৃতিক উৎসব চলবে।টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটির উদ্যোগে কেসিসি-তে আয়োজিত হয়েছে ভারতীয় মার্গ সঙ্গীতের সাবেকি বাদ্যযন্ত্রের প্রদর্শনী।বিভিন্ন ধরনের তানপুরা, এসরাজ, সরোদ, তবলা, হারমোনিয়াম থেকে শুরু করে বিভিন্ন ঘরানার বীণা স্থান পেয়েছে সেখানে।
'আদানিকে আজই গ্রেফতার করতে হবে' । সেবি প্রধান মাধবী বুচের বিরুদ্ধেও তদন্ত করতে হবে' প্রধানমন্ত্রী আদানিকে সুরক্ষা দিচ্ছেন' । সামান্য অপরাধ করলেও জেলে যেতে হয়' , 'কিন্তু আদানি এত বড় অপরাধ করলেও তাঁকে সুরক্ষা দেন প্রধানমন্ত্রী', অধিবেশন বসলেই সংসদে বিষয়টি উত্থাপন করা হবে', মার্কিন এজেন্সি বলছে, ভারতে আদানি ঘুষ দিতে চেয়েছেন', '২ হাজার কোটির কেলেঙ্কারি করেছেন আদানি', কিন্তু তারপরেও আদানিকে গ্রেফতার করা হবে না', কারণ প্রধানমন্ত্রী নিজে আদানি দ্বারা নিয়ন্ত্রিত হন', আদানিকে আগে গ্রেফতার করা হোক, কাউকে যেন ছাড় না দেওয়া হয়', 'আদানি ভরতে রোজ দুর্নীতি করছেন, মার্কিন এজেন্সি FBI বলেছে' । আদানি গোটা দেশটা হাইজ্যাক করেছেন', আদানিকে গ্রেফতার করার ক্ষমতা নেই প্রধানমন্ত্রীর', মোদি এবং আদানি, দুজনেই দুর্নীতিগ্রস্ত' 'বিজেপি দলটিই আদানির টাকায় চলে', সেবি প্রধান মাধবী বুচ আদানিকে রক্ষা করছেন', 'গোটা বিষয়টির নেপথ্যে রাজনৈতিক-অর্থনৈতিক-আমলাতান্ত্রিক দুর্নীতি', মন্তব্য রাহুল গাঁধীর।