Filmstar: অভিনয়ের তিন দশক, বলিউড ফিল্ম ইন্ডাস্ট্রিতে অভিনয়ের অভিজ্ঞতা নিয়ে অকপট আড্ডায় হাজির তব্বু

ডান্সের নতুন এবিসিডি শিখেই সিনেমায় ভিকির ভোজবাজি। নেটিজেনরা যেন তাঁর নাচের স্টেপের লুপে পড়ে গিয়েছেন। নিজের রিহার্সালের ভিডিও ভিকি প্রকাশ্যে আনলেন। ওদিকে ধনুষের সঙ্গে রশ্মিকা মন্দানা এবার গুপ্তধন খুঁজলেন? মুক্তির অপেক্ষায় রয়েছে নষ্টনীড়-এর সেকেন্ড পার্ট, মেকিং ভিডিওয় ম্যাজিক দেখাচ্ছে ডবল ইস্মার্ট। অভিনয়ের তিন দশক। অজয়-তব্বু জুটির দশম ছবি মুক্তির আগে তা নিয়েই কিছু কথা হোক। বলিউড ফিল্ম ইন্ডাস্ট্রিতে এতদিন অভিনয়ের অভিজ্ঞতা নিয়েই অকপট আড্ডায় হাজির তব্বু।ভাইরাল হলেই ভরসা থাকে। ব্যাড নিউজ রিলিজের।আগে ভিকির কৌশলের ডান্স স্টেপ ভাইরাল হয়ে গিয়েছে। নাচের ছন্দে ঝড় তুলে সোশাল মিডিয়া কাঁপাচ্ছেন তিনি। ব্যাড নিউজের তওবা তওবা গানটিই এখন ট্রেন্ডিংয়ে এক নম্বরে। করণ আউজলার কথায় ও সুরে, তাঁরইগাওয়া এই গানটির কোরিওগ্রাফি করেছেন বস্কো সিজার। ভিকি কৌশলের এই দুরন্ত নাচের প্রস্তুতি পর্বের ভিডিও এবার প্রকাশ্যে এল। অ্যাম...৩০ সেকেন্ড Bad news song making ব্যাড নিউজের প্রচারে ভারতের নানা শহরে ঘুরছেন ভিকি কৌশল। পুণতে গিয়ে অনুরাগীদের মুখোমুখি হলেন তিনি।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola