Kiran Rao: লাপতা লেডিজের উড়ান থেকে কলকাতায় এসে তাঁর ছবি তৈরির পরিকল্পনা, একান্ত আড্ডায় অকপট কিরণ | ABP Ananda LIVE

Continues below advertisement

ABP Ananda LIVE: অস্কারের মঞ্চে ব্রিটেনের প্রতিনিধিত্ব করতে চলেছে হিন্দি ছবি সন্তোষ। ডিসেম্বরে বক্স-অফিসে সম্মুখ সমরে নামবেন আল্লু অর্জুন আর ভিকি কৌশল। জুনিয়র এনটিআরের টানে টোকিও থেকে লস অ্যাঞ্জেলসে এলেন তাঁর অনুরাগী! এদিকে টিজার মুক্তির পরই বক্স অফিসের প্রত্যাশা বাড়াল ভুল ভুলাইয়া থ্রি। ভারতের প্রেক্ষাপটে তৈরি পুলিশ ড্রামা 'সন্তোষ' ইংল্যান্ডের অফিসিয়াল এন্ট্রি, হিসেবে অস্কারের সেরা বিদেশী ছবি বিভাগে প্রতিনিধিত্ব করবে। ইন্দো-ব্রিটিশ পরিচালক সন্ধ্যা 
সুরি পরিচালিত ছবিটিতে পুলিশ কনস্টেবলের ভূমিকায় অভিনয় করেছেন সাহানা গোস্বামী।

কলকাতায় একটি বিশেষ অনুষ্ঠানে অংশ নিতে এলেন পরিচালক কিরণ রাও। অস্কারের স্বপ্নে লাপতা লেডিজের উড়ান থেকে কলকাতায় এসে তাঁর ছবি তৈরির পরিকল্পনা, সব কিছু নিয়েই একান্ত আড্ডায় অকপট কিরণ।

আরও খবর...

শুক্রবার সারাদিন ধরেই তোলপাড় সোশ্যাল মিডিয়া। আর জি কর কাণ্ড (RG Kar News) নিয়ে তৈরি হচ্ছে শর্ট ফিল্ম (Short Film)! নাম ঘোষণা করে পোস্টার প্রকাশ্যে আসতেই শোরগোল পড়ে যায়। তৃণমূলের পরিচিত মুখ রাজন্যা হালদারের অভিনয়ে প্রান্তিক চক্রবর্তীর পরিচালনায় 'আগমনী'র ঘোষণা করা হয়। প্রতিবাদের শহরে এই পোস্টার দেখে কটাক্ষ, সমালোচনার ঝড় ওঠে। এদিনই সাসপেন্ড করা হয় তৃণমূলের রাজন্যা হালদার (Rajanya Halder) ও প্রান্তিক চক্রবর্তীকে (Prantik Chakraborty)। মহালয়ায় অর্থাৎ ২ অক্টোবর, এই শর্ট ফিল্ম মুক্তির কথা।  

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram