FilmStar: একদিকে সায়েন্স ফিকশন, একদিকে মাস-এন্টারটেনার অ্যাকশন, এই অঙ্কেই জিতবে বাজি বক্স-অফিস?

Continues below advertisement

ABP Ananda LIVE: একদিকে সায়েন্স ফিকশন, একদিকে মাস-এন্টারটেনার অ্যাকশন। এই অঙ্কেই জিতবে বাজি বক্স-অফিস? প্যান-ইন্ডিয়া রিলিজে কোন কোন ছবি করা যাবে না মিস! কল্কি থেকে গেম চেঞ্জার। মেগা রিলিজের তালিকায় চোখ রাখা যাক এবার।

বেশ কিছু প্যান ইন্ডিয়ান ফিল্মে নজর কাড়বেন যিশু সেনগুপ্ত। প্যান-ইন্ডিয়ায় মহারাজ্ঞী হবেন কাজল। সুরিয়ার সঙ্গে মেগা রিলিজের ময়দানে থাকবেন ববি দেওল।

নতুন করে প্রদেশ কংগ্রেস কমিটি ঢেলে সাজানোর দায়িত্ব এখন সর্বভারতীয় সভাপতির হাতে । সর্বভারতীয় সভাপতিই সিদ্ধান্ত নেবেন, কে থাকবেন প্রদেশ কংগ্রেস সভাপতি । 'কংগ্রেসের সাংগঠনিক নিয়ম অনুযায়ী, খাড়গে সভাপতি হওয়ার পর সমস্ত প্রদেশ কংগ্রেস কমিটি অস্থায়ী ভাবে কাজ চালাচ্ছে' । তিনিও পশ্চিমবঙ্গে অস্থায়ী প্রদেশ কংগ্রেস সভাপতি, জানালেন অধীর চৌধুরী । বৈঠকে উপস্থিত অধিকাংশ কংগ্রেস নেতাই অধীরের সমর্থনে সওয়াল করেছেন । বিকেল ৪টেয় পরবর্তী বৈঠকে বসছে প্রদেশ কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram