Filmstar: বাপ্পি লাহিড়ীর সুরে শারদ আনন্দে মাতলেন ঋতুপর্ণা সেনগুপ্ত | Bangla News

Continues below advertisement

তাঁর হাতে বন্দুক আছে। তবে চালানোর জন্য, ভয় দেখানোর জন্য নয়। অঞ্জন দত্তের নতুন গোয়েন্দা চরিত্র 'ড্যানি ডিটেক্টিভ আইএনসি' আসছে। সিরিজটির ট্রেলার মুক্তি পেল। বাপ্পি লাহিড়ীর সুরে শারদ আনন্দে মাতলেন ঋতুপর্ণা সেনগুপ্ত। প্রকাশ্যে এল তাঁর মিউজিক ভিডিও 'ফুলমতি'। দম ফেলার ফুরসত নেই। জোরকদমে প্যান্ডেলে প্যান্ডেলে শেষমুহূর্তের কাজ চলছে। এবারও মণ্ডপের বাইরে থেকেই প্রতিমা দর্শন। কিন্তু থিম ভাবনার সাজে কোথাও এতটুকু খামতি থাকলে চলবে না। এবার হিন্দুস্থান ক্লাবের থিম কী? ঘুরে দেখলেন অঙ্কিতা চক্রবর্তী।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram