Gargee Roychowdhury Exclusive: 'সোশ্যাল মিডিয়ায় ট্রোলড হইনি কখনও, মানুষের ভালোবাসাই পেয়েছি'
Continues below advertisement
মৃদু আলো জ্বলা রেস্তোরাঁয় এসে গোলাপি সিল্ক শাড়ি সামলে দ্রুত পায়ে ঢুকলেন তিনি। হাসি মুখে সৌজন্য বিনিময় করে নিলেন হাঁটতে হাঁটতেই। তারপর হাতের ব্যাগ রেখে চুল সাজিয়ে নিলেন কয়েক মিনিটে। ক্যামেরার সামনে ফিরে তৈরি হয়ে বসলেন পর্দার 'মহানন্দা' (Mahananda)। গার্গী রায়চৌধুরী (Gargee Roychowdhury)।
আগামী ৮ এপ্রিল বড়পর্দায় মুক্তি পাচ্ছে অরিন্দম শীল (Arindam Sil) পরিচালিত, গার্গী রায়চৌধুরী, ঈশা সাহা- (Ishaa Saha), দেবশঙ্কর হালদার (Debshankar Haldar) অভিনীত, মহাশ্বেতা দেবীর (MahaSweta Devi) জীবন আধারিত ছবি 'মহানন্দা'। ছবি মুক্তির ঠিক আগে এবিপি লাইভের ক্যামেরায় ছবি নিয়ে নিজের আবেগ উজাড় করে দিলেন গার্গী।
Continues below advertisement
Tags :
ABP Ananda Tollywood Entertainment এবিপি আনন্দ ABP Live Entertainment News Mahananda এবিপি আনন্দ ABP Ananda Entertainment অরিন্দম শীল এন্টারটেনমেন্ট টলিউড এবিপি লাইভ বাংলা ছবি গার্গী রায়চৌধুরী Gargi Roychowdhury Exclusive