মুম্বইয়ে আরও এক অভিনেতার রহস্যমৃত্যু, ঘর থেকে সমীর শর্মার ঝুলন্ত দেহ উদ্ধার
মুম্বইয়ে আরও এক অভিনেতার রহস্যমৃত্যু। মালাডে ঘর থেকে অভিনেতা সমীর শর্মার ঝুলন্ত দেহ উদ্ধার। ২ দিন আগে আত্মহত্যা বলে অনুমান। ঘর থেকে দুর্গন্ধ পেয়ে পুলিশে খবর। ফেব্রুয়ারি থেকে ঘর ভাড়া নিয়ে ছিলেন সমীর। ‘কাহানি ঘর ঘর কি’ ধারাবাহিকে অভিনয় করেছিলেন সমীর। ‘কিউ কি সাস ভি কভি বহু থি’ ধারাবাহিকেও ছিলেন তিনি।