৮-১৪ জুনের মধ্যে রিয়ার সঙ্গে কোনও কথা হয়নি সুশান্তের, জেরায় জানান অভিনেত্রীর সহকারী, দাবি ইডি-র
৮-১৪ জুনের মধ্যে রিয়ার সঙ্গে কোনও কথা হয়নি সুশান্তের। দুজনের ফোন কল রেকর্ড থেকে মিলেছে তথ্য। রিয়ার সহকারীকে জিজ্ঞাসাবাদেও মিলেছে নতুন তথ্য। রিয়ার সম্পত্তি, সুশান্তের সঙ্গে আর্থিক লেনদেন নিয়ে তথ্য। খবর ইডি সূত্রে।