Hoy Ma Noy Bouma: মহালয়ায় বিশেষ অনুষ্ঠানে দেবী দুর্গার ভূমিকায় দেখা যাবে কোয়েলকে।
Entertainment News: অশুভর বিনাশ করবে শুভ শক্তি। দেবী দুর্গার হাতে পরাস্ত হবে মহিষাসুর। মহালয়ায় মহামায়ার চিরন্তন কাহিনি নিয়েই বিশেষ অনুষ্ঠানে দেবী দুর্গার ভূমিকায় দেখা যাবে কোয়েলকে। কথার নেপথ্যে অনেক কাহিনি আছে। আর সেই কাহিনিই সাজঘরে বসে শোনালের সুস্মিতা। আড্ডায় উঠে এল তাঁর মনের কথা।
ভালবাসা ছাড়া মন আর চায় কী? হাতে হাত ধরে পথ হাঁটছে অমরসঙ্গী। সিরিয়ালের গল্পে অমরসঙ্গী কোন পথে এগোচ্ছে, তা তো দর্শকেরা দেখছেনই। তবে নেপথ্য গল্প জানতে হলে তো নীল আর শ্যামৌপ্তির মুখোমুখি হতেই হবে।বন্ধুত্বের কথা বললে জয়-বীরুর নামটা প্রথমেই মনে আসে। ধারাবাহিক মালাবদলের ফ্লোরে ঋতজিৎ আর অমিতাভর বন্ধুত্বও কি জয়-বীরুর মতই গভীর? শ্যুটিংয়ের অবসরে সাজঘরে মজার আড্ডায় । ধরা পড়ল তাঁদের বন্ধুত্বের ছবি।