Hoy Ma Noy Bouma: নাচের ছন্দে কার সঙ্গে পা মেলালেন তৃণা? টেলি-তারকাদের হাঁড়ির খবর | Bangla News

Continues below advertisement

১৯৮৪ তে মুক্তি পেয়েছিল সঞ্জয় দত্ত,রেখা অভিনীত 'জমিন আসমান'। এই ছবিতে ব্যবহৃত লতা মঙ্গেশকর-আর ডি বর্মনের গানের আবহে মানালি ঘুরতে গিয়ে ইনস্টা রিল বানালেন শ্রুতি দাস।

মনের মানুষের সঙ্গে সময় কাটানোর চেয়ে ভাল আর কীই বা হতে পারে? দেখে নেওয়া যাক নীল-তৃণা জুটির এই ভিডিওটি।

বড়দিনে বড়পর্দায় 'টনিক' নিয়ে আসছেন দেব। জিত গঙ্গোপাধ্যায়ের সঙ্গীত পরিচালনায় ছবির টাইটেল ট্র্যাকটি গেয়েছেন অনিন্দ্য চট্টোপাধ্যায়। এই গানেই অস্মিতা-প্ররব্ধির ভিডিওয় এবার চোখ রাখা যাক।

অবসরের সেরা বন্ধু হল গান। বোন রাজশ্রীর সঙ্গে রবীন্দ্রসঙ্গীত গাইছেন স্নিগ্ধজিত ভৌমিক। 

১৯৯৮ তে মুক্তি পেয়েছিল গোবিন্দা-রবিনা টন্ডন অভিনীত 'বড়ে মিয়া ছোটে মিয়া'। এই ছবিতে অলকা ইয়াগনিক-উদিত নারায়নের বিখ্যাত গানের আবহে নাচের ছন্দে সুমনা।

শ্যুটিংয়ে ব্যস্ত থাকতে হয় সারাক্ষণ। তাই অবসরে বোনদের নিয়ে সময় কাটাতে পছন্দ করেন সৌমি।

শ্যুটিংয়ের ফাঁকে  কীভাবে অবসর কাটান তন্বী? দেখুন তাঁর অবসরের নতুন ভিডিও।

ছন্দেই থাকে আনন্দ। বন্ধুদের সঙ্গে নাচের তালে পা মেলালেন অদ্রিজা।

মনের কথা কখনও কখনও মনেই থেকে যায়। ভালবাসা প্রকাশ পায় শুধুই চোখের ইশারায়। ভাস্বর চট্টোপাধ্যায়ের নতুন ভিডিও কী সেই কথাই বলছে?

প্রকৃতির কোলে ভালবাসার কথা জানালেন প্রমিতা চক্রবর্তী।

শ্যুটিংয়ের ফাঁকে রবি ঠাকুরের গানে ইনস্টা রিল বানালেন কনীনিকা বন্দ্যোপাধ্যায়। 

সাজের সম্মোহনে দিয়া বসু। নীল শাড়িতে তাঁর এই স্টাইলিশ ভিডিও এল প্রকাশ্যে। 

নিজের গানে কাকে বার্তা দিলেন রাহুল।

চোখের পলকে পাল্টে যাচ্ছে সঞ্চারীর ইমোশন। সোশাল মিডিয়ায় সঞ্চারী পোস্ট করলেন তাঁর মজার এই ভিডিওটি। 

বন্ধুর সঙ্গে ভিক্টোরিয়া মেমোরিয়াল ঘুরতে গেছেন সায়ক। তাই বলে কী ইনস্টা টাইম হবে না? ভিক্টোরিয়া মেমোরিয়ালের সামনেই বানিয়ে ফেললেন তাঁর নতুন ইনস্টা রিল। 

একান্তে সময় কাটাচ্ছেন শ্রীমা। সেই মুহূর্তকে ফ্রেমবন্দি করে পোস্ট করলেন সোশাল মিডিয়ায়। 

মন খারাপের সঙ্গী শুধুই বন্ধু। অনন্যা আর দেবচন্দ্রিমার এই ভিডিও কী সেই বার্তাই দিচ্ছে?

সমুদ্রের ধারে সময় কাটাতে কাটাতে হঠাতই অন্য রূপে ধরা দিলেন মিশমি। 

সিড়ি থেকে নেমেই নাচের ছন্দে পা মেলালেন রুম্পা। 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram