Indrani Halder Exclusive: ডায়লগ বলা শেষ করেই বলতাম, 'উফ.. কী অসহ্য মহিলা এই শ্রীময়ী'
'শ্রীময়ী' থেকে শুরু করে 'দহন', বড়পর্দা আর ছোটপর্দায় অবাধ যাতায়াত তাঁর। তবে বর্তমানে ছোটপর্দাই একের পর এক সাফল্য এনে দিয়েছে তাঁকে। তবে দীর্ঘদিন পরে 'কুলের আচার' ছবির হাত ধরে বড়পর্দায় ফিরছেন তিনি। ফেলে আসা দীর্ঘ অভিনয় জীবনকে ফিরে দেখলে মনে পড়ে কত রঙিন স্মৃতি। তার কিছু আনন্দের আবার কিছু দুর্ঘটনারও। তবে স্মরণীয় তো বটেই। এবিপি লাইভের সঙ্গে আড্ডায় রুপোলি পর্দার সবচেয়ে স্মরণীয় মুহূর্ত ভাগ করে নিলেন অভিনেত্রী ইন্দ্রাণী হালদার (Indrani Haldar)।
Tags :
ABP Ananda Tollywood Entertainment ABP Exclusive ABP Live ABP Live Exclusive Entertainment News Sreemoyee Indrani Haldar Indrani ABP Ananda