Jisshu Sengupta Exclusive: নিজে হাতে বাড়িতে সরস্বতী পুজো করে দুই মেয়ে, বাবা হিসেবে পিছনে দাঁড়িয়ে দেখতে ভালো লাগে: যীশু

Continues below advertisement

একসময় বাড়িতে খুব বড় করে সরস্বতী পুজো হত। সময়ের সঙ্গে সঙ্গে একটু ফিকে হয়েছে সেই পুজোর জৌলুস। তবে ছোট সেই সরস্বতী পুজোয় যেন বেড়েছে আন্তরিকতা। আপাতত বাড়ির সরস্বতী পুজোর দায়িত্ব দুই ছোট্ট মেয়ের কাঁধে। তাদের একজনের বয়স ৯, অন্যজন ১৬। তারাই পুজো করে নিজের হাতে। আর বাবা হিসেবে পিছনে দাঁড়িয়ে সেই পুজো দেখতে বেশ লাগে অভিনেতা যীশু সেনগুপ্তের (Jisshu Sengupta)। গতকালই মুক্তি পেয়েছে যীশুর নতুন ছবি 'বাবা বেবি ও' (Baba, Baby, O)। সরস্বতী পুজোর (Saraswati Puja) আগের সন্ধেয় প্রিমিয়ারের ব্যস্ততায় কেটেছে যীশুর। সেখান থেকে একটুকরো সময় বের করে এবিপি লাইভের সঙ্গে আড্ডা জমিয়েছিলেন অভিনেতা। কেমন কাটত পর্দার 'মেঘ রোদ্দুর'-এর ছোটবেলার সরস্বতী পুজো? যীশু বলছেন, আমার মা-বাবা বেঁচে থাকতে খুব বড় করে সরস্বতী পুজো হত। যখন অফিস ছিল তখনও বড় করে আয়োজন হত বাগদেবীর পুজোর। এখন বাড়িতে অনেক পুজো হয় বলে সরস্বতী পুজোর আড়ম্বর কমেছে। আমার দুই মেয়েই এখন বাড়িতে পুজোর আয়োজন করে। একজনের বয়স ৯, অন্যজন ১৬। জোগাড় থেকে শুরু করে পুজো, ওরাই একা হাতে আয়োজন করে সব। মা-বাবা হিসেবে পিছনে দাঁড়িয়ে সেই পুজো দেখতে আমাদের দারুণ লাগে। এর থেকে আনন্দের আর কিছুই হতে পারে না।'

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram