K K Demise Update: রবীন্দ্র সদন চত্বরে হাজির মমতা- ফিরহাদ, সাদা ফুলে ঢাকা পড়ল কেকে-র কফিন

Continues below advertisement

সুরের হাত ধরেই সুরলোকে পাড়ি জমালেন কেকে! নজরুল মঞ্চে কলেজের কনসার্ট শেষে অসুস্থ। হোটেল থেকে সিএমআরআই হাসপাতালে নিয়ে গেলে তাঁকে মৃত বলে জানান চিকিত্‍সকরা। কলকাতা থেকে সেই খবর পেতেই যেন অন্ধকার নেমে আসে মুম্বইয়ের ভারসোভার পার্ক প্লাজার অ্যাপার্টমেন্টে। সকালে কলকাতায় আসেন প্রয়াত সঙ্গীতশিল্পীর স্ত্রী ও ছেলে। মৃতদেহের ময়নাতদন্তের পর রাজ্য সরকারের তরফে রবীন্দ্রসদনে গান স্যালুট দেওয়া হয় প্রয়াত শিল্পীকে।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram