Kanchan-Sreemoyee:বিয়ের ২১ দিন পরে জানলাম অন্তঃসত্ত্বা, সেরা প্রাপ্তি কী? Exclusive কাঞ্চন-শ্রীময়ী

Continues below advertisement

Kanchan-Sreemoyee Exclusive: এই বছরটা বোধহয় চিরস্মরণীয় হয়ে থাকবে কাঞ্চন মল্লিক (Kanchan Mallick) আর শ্রীময়ী চট্টরাজের (Sreemoyee Chottoraj)-এর জীবনে। বছরের শুরুটা হয়েছিল অনেকটা পারিবার্শ্বিক পরিস্থিতির সঙ্গে লড়াই আর তারপরে তাঁদের আইনি বিবাহ দিয়ে। এরপরে রাজকীয় ভাবে সামাজিক বিয়ে, নতুন জীবনের শুরু। আর বছরটা যখন শেষ হতে চলেছে, তখন তাঁরা একরত্তি সন্তানের বাবা-মা। কোলে এসেছে ছোট্ট কৃষভি। কাঞ্চন-শ্রীময়ীর জন্য কার্যত 'রোলার কোস্টার রাইড' এই ২০২৪। তবে আনন্দের সঙ্গে সঙ্গে এই বছর একাধিক কঠিন পরিস্থিতির সামনেও দাঁড় করিয়ে দিয়েছে এই যুগলকে। তাঁদের নিয়ে সোশ্যাল মিডিয়ায় অজস্র ট্রোলিং হয়েছে। ধেয়ে এসেছে প্রচুর কটু কথা। তবে এই সমস্ত পরিস্থিতিই নিজেদের মতো করে সামলেছেন তাঁরা। কঠিন সময়ে আরও বেঁধে বেঁধে থেকেছেন একে অপরের সঙ্গে। বছরের শেষ প্রান্তে এসে ফেলে আসা গোটা বছরটাকে এবিপি লাইভ বাংলার সঙ্গে ফিরে দেখলেন কাঞ্চন মল্লিক আর শ্রীময়ী চট্টরাজ।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram