Eta Amader Golpo Special Screening: 'এটা আমাদের গল্প'-র বিশেষ স্ক্রিনিং, ছবি দেখে কী প্রতিক্রিয়া প্রসেনজিতের ?

Continues below advertisement

মানসী সিন্হা পরিচালিত 'এটা আমাদের গল্প' ছবির বিশেষ স্ক্রিনিং। বিশেষ স্ক্রিনিংয়ে হাজির টলিউডের তারকা অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। 'আমার দারুণ লেগেছে, খুব ভাল লেগেছে'। 'একটা সুন্দর, সকলকে ভাল লাগানোর মতো ছবি তৈরি হয়েছে'। হল থেকে বেরিয়ে প্রতিক্রিয়া প্রসেনজিতের। উপস্থিত ছিলেন ছবির পরিচালক ও অভিনেতারা।

আসলে সম্পর্ক গড়ে ওঠে শুধু দুটি মানুষের মধ্যে নয়, দুটি পরিবারের মধ্যে। পরিবার যদি আপন করে না নিতে পারে, হাজার যোজন ভালবাসাও কি সেই সম্পর্ক টিকিয়ে রাখতে পারে শেষ পর্যন্ত? কাহিনির প্রেক্ষাপটে এমনই এক প্রশ্নের মুখোমুখি হয়েছিলেন শ্রীতমা দেবী ও মিস্টার শর্মা। যখন চায়ের দোকানে বসে দু'জনে হাতে হাত রেখে ভেবেছিলেন হাজার বাধা হাজার ঝড়ের সামনাসামনি হওয়ার জন্য মানসিক প্রস্তুতি নিতে হবে এবার, তখনই আচমকা তাদের পাশে এসে দাঁড়িয়েছিল এক ঝাঁক তরুণ তুর্কী।

এই জীর্ণ, অবিশ্বাসী, বিষে বিষে নীল হয়ে যাওয়া সময়ে দাঁড়িয়েও, যারা এখনও বিশ্বাস রাখে যৌথ খামারে, যারা এখনও বিশ্বাস রাখে সব কিছু মরে যায়নি, সেই বিশ্বাস আসতে আসতে কেমন করে দুটি পরিবারের মধ্যে ছড়িয়ে পড়ল, সেই গল্পটাই বলেছে 'এটা আমাদের গল্প' ছবিটি।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram