Hoy Ma Noy Bouma: শ্যুটিংয়ের ব্যস্ত শিডিউলের মাঝেই মায়রার সারা দিনের সফর

মাত্র পাঁচ বছর বয়সে 'বুগি উগি', 'এক ছোটে চ্যাম্পিয়ন', 'মেরা স্টার সুপারস্টার'-এর টেলিভিশন অনুষ্ঠানগুলিতে অংশ নিয়ে বিনোদনের দুনিয়ায় পা রাখেন মায়রা ধরতি মেহেরা। হিন্দি ধারাবাহিকের জগতে 'সাসুরাল গেন্দাফুল-টু', 'ইয়ে রিস্তা কেয়া কহেলাতা হ্যায়', 'কুমকুম ভাগ্য', তেরা ইয়ার হু ম্যায়, শাদি মুবারক-এর মত বহু সিরিয়ালে অভিনয়ের সূত্রে তিনি এখন জনপ্রিয় মুখ। শ্যুটিংয়ের ব্যস্ত শিডিউলের মাঝেই মায়রার সারা দিনের সফরসঙ্গী হলাম আমরা। জিমের পরিবর্তে শরীরচর্চার জন্য কী করেন মায়রা? কেমন সাজিয়েছেন তাঁর অন্দরমহল? তাঁর ডায়েটে কী ধরণের খাবার থাকে? চলুন, দেখেই নেওয়া যাক।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola