New Year 2025:বছর শেষের আড্ডায় শুধু ভালবাসা নয়,টালোবাসা নিয়েও হাজির অনিন্দ্য,উপল,চন্দ্রিল এবং সুরজিৎ

Continues below advertisement

ABP Ananda Live: ফোন করলে পাবেন না। তবে গ্রামোফোনে অবশ্যই নাগালের মধ্যে চন্দ্রবিন্দুর। বছর শেষের আড্ডায় আজ শুধু ভালবাসা নয়, টালোবাসা নিয়েও হাজির অনিন্দ্য চট্টোপাধ্যায়, উপল সেনগুপ্ত, চন্দ্রিল ভট্টাচার্য এবং সুরজিৎ মুখোপাধ্যায়। সবাইকে স্বাগত। 

 

বদমায়েশি করার জন্য রীতিমতো মোটা অঙ্কের টাকা দেওয়া হয় পারিশ্রমিক হিসেবে।  ষড়যন্ত্রের জাল বুনে উৎসবের আবহে ভয়ঙ্কর কোনও কাণ্ড ঘটানোর ছকও কষা হয়। স্বীকারোক্তি মূল ষড়যন্ত্রীর। ফুটপাথ বাসিনীর রুক্ষ চেহারার আড়ালে ঢাকা পড়েছে চেনা মুখ। কেউ বিশ্বাসই করে উঠতে পারেননি তাঁর আসল পরিচয়। ফুটপাথের জীবনই স্বীকৃতি আদায় করে নিয়েছে বিশ্বমঞ্চে।

বোনের বিয়ের খরচা নিয়ে রাইকে খোঁটা দিয়েছে অনির্বাণ! অনির্বাণের বাঁকা কথা রাই কি আদৌ গায়ে মেখেছে? নাকি দিয়েছে পাল্টা জবাব? মিঠিঝোরার মেকআপ রুমে ঢুকলেই উত্তরটা মিলবে।

কর্তৃত্বের নেশায় নিজের পুরনো বয়ফ্রেন্ডের বিবাহিত জীবনে ঢুকে পড়েছে নন্দিনী। লাহিড়ি পরিবারের রাশ সে নিজের হাতে রাখতে চাইছে। সবার রাতের ঘুম উড়ছে নন্দিনীর কারণে। ক্ষমতার খিদে কতদূর নিয়ে যাবে নন্দিনীকে?

ডায়মন্ড দিদি জিন্দাবাদ তো শেষ হয়ে গিয়েছে! তাহলে ডোনা আর অয়ন শীতের দুপুরে ময়দানে কী করতে গিয়েছেন? প্রেম করছেন? নাকি সিরিয়াল শেষ হওয়ার পর হঠাৎ রাস্তায় ট্রাম লাইন সাজার ইচ্ছে হয়েছে? গল্পটা কী বলুন তো? 

সিনেমা প্রচার পায়, নাটক পায় না। সমাজের কাছে নাটক দুয়োরানি। নান্দীকারের বার্ষিক নাট্যোৎসবের আয়োজনের আগে অভিমানের সুর রুদ্রপ্রসাদ সেনগুপ্তর কন্ঠে।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram