ABP Live Podcast: রেডিও জকি থেকে কীভাবে হয়ে উঠলেন সঙ্গীতশিল্পী, মজার গল্প শোনালেন নীলায়ন চট্টোপাধ্যায়
Continues below advertisement
পড়াশোনা থেকে বাঁচার জন্য নিজের অজান্তে ইন হাউজ সঙ্গীত প্রতিযোগিতার লাইনে দাঁড়িয়ে প্রথম হয়েছিলেন। পেশা হিসেবে রেডিওকে বেছে নিয়েছেন। সঙ্গীতশিল্পী হিসেবে আত্মপ্রকাশের জন্য বেশিরভাগ কৃতিত্বই দিলেন সুপারস্টার দেবকে। 'দিলখুশ' ছবির 'সজনী' গানটি লেখা ও তৈরির পেছনের গল্পও ভাগ করে নিলেন। সঙ্গীতশিল্পী হিসেবে তিনি খুব স্বাধীন, তিনি মানুষের জন্য গান লেখেন। নিজের লেখা গান ভাইরাল হওয়ার গল্প, সফল RJ থেকে সঙ্গীত পরিচালক হওয়ার যাত্রা, অর্ণবের সঙ্গে খোলামেলা আড্ডায় নীলায়ন চট্টোপাধ্যায়।
Continues below advertisement