Parambrata on Nababarsha: 'আমার কাছে নববর্ষ মানে দোকানে দোকানে ঘুরে গোল্ডস্পট খাওয়া'

Continues below advertisement

'বাংলা নববর্ষ আমার কাছে ছিল গোল্ডস্পট', কথাটা বলেই হেসে ফেললেন পরমব্রত চট্টোপাধ্যায়। নববর্ষে মুক্তি পাচ্ছে তাঁর পরিচালিত ছবি 'অভিযান'।  পর্দায় তাঁরই হাত ধরে বাঙালির কিংবদন্তি ফিরবেন নিজের গল্প বলতে। দীর্ঘদিনের শ্যুটিং, জীবনের গল্প বলার গুরুদায়িত্বে কতটা সফল হলেন পরিচালক, দর্শক সেই বিচার করবেন ১৫ এপ্রিল। পরমব্রত চট্টোপাধ্যায়ের (Parambrata Chatterjee) পরিচালনায় মুক্তি পাচ্ছে 'অভিযান'। চেনা অচেনা সৌমিত্র চট্টোপাধ্যায়ের (Soumitra Chatterjee) জীবন এই ছবির হাত ধরেই উঠে আসবে রুপোলি পর্দায়। সেই ছবির গল্প করতে করতেই পরমব্রতর কথায় উঠে এল ছোটবেলার নববর্ষের কথা।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram