Rahool Mukharjee: টালিগঞ্জের একের পর এক স্টুডিও ফাঁকা, রাহুল ইস্যুতে 'কর্মবিরতির' ডাক পরিচালকদের
Rahool Mukherjee Suspensions Controversy:টালিগঞ্জের একের পর এক স্টুডিও ফাঁকা। পরিচালক রাহুলকে 'বয়কট' টেকনিশিয়ানদের, পাল্টা পরিচালকদের কর্মবিরতির ডাক। আজ থেকে অনির্দিষ্টকালের জন্য অসহযোগিতার হুঁশিয়ারি পরিচালকদের । টেকনিশিয়ান-পরিচালক দ্বন্দ্বে আজ থেকে টালিগঞ্জের স্টুডিওপাড়ায় অচলাবস্থার আশঙ্কা। সকাল থেকে টালিগঞ্জের একের পর এক স্টুডিও ফাঁকা। টালিগঞ্জের টেকনিশিয়ান্স স্টুডিও, কুদঘাটের এনটিওয়ান স্টুডিও, রিজেন্ট পার্কের দাসানি স্টুডিওতে হচ্ছে না শ্যুটিং। অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতির ডাক পরিচালকদের, পাশে দাঁড়ালেন প্রযোজকরা।
'আমরা প্রতি মুহূর্তে চাপিয়ে দেওয়া অনৈতিক নিয়মের ঘেরাটোপে আটকে যাচ্ছি। সব বিষয়েই আমাদের স্বাধীনতায় হস্তক্ষেপ করা হয়। প্রতিটি বিষয়ে স্বাধীনতার ওপর আঘাত আসছে, এবার দেওয়ালে পিঠ ঠেকে গিয়েছে। যতক্ষণ সৃজনশীল নিয়ন্ত্রণের বিষয়টির সমাধান হচ্ছে, ততক্ষণ প্রযোজনা গুলির শ্যুটিং বন্ধ থাকবে', এটা আমাদের ইন্ডাস্ট্রির সৃজনশীল স্বাধীনতা রক্ষার লড়াই, বার্তা প্রযোজকদের সংগঠনের
'টেকনিশিয়ানদের অসহযোগিতা প্রত্যেক পরিচালকের জন্য অসম্মানজনক। ফেডারেশন একটি সমগ্র ইন্ডাস্ট্রির একচ্ছত্র নিয়ামক সংস্থা হতে পারে না। জোর করে কর্মবিরতি নিতে বাধ্য করা অসাংবিধানিক' , ফেডারেশনের সিদ্ধান্তের প্রতিবাদে কঠোর বার্তা দিয়ে বিবৃতি পরিচালকদের। অপর্ণা সেন, অরিন্দম শীল, কৌশিক গঙ্গোপাধ্যায়, ইন্দ্রনীল রায়চৌধুরী অনির্বাণ ভট্টাচার্য, বীরসা দাশগুপ্ত, কমলেশ্বর মুখোপাধ্যায়, রাজ চক্রবর্তীদের স্বাক্ষরিত বিবৃতি। ABP Ananda LIVE