Ranjit Mallick Exclusive: ১টা গানে বার বার পোশাক পরিবর্তন, প্রেমের দৃশ্যে পিছনে ৫০ জন নাচছে, ভীষণ অযৌক্তিক লাগে

Continues below advertisement

সাদার ওপর রঙিন সুতো দিয়ে কাজ করা পাঞ্জাবি পরে কিছুটা তৈরি হয়েই অপেক্ষা করছিলেন তিনি। হাসিমুখে দরজা খুলে অভ্যর্থনা জানালেন। সোফায় আরাম করে বসলেন কুশন নিয়ে। তিনি ক্যামেরা সচেতন, প্রশ্ন করে নিলেন, আলো আর ফ্রেম ঠিক আছে কি না। আড্ডা শুরু করেও একবার থামিয়ে দিতে হল, মাছ ভাজার শব্দে। সেই চেনা হাসি দিয়ে আওয়াজ বন্ধ করতে বললেন তিনি। তারপর ফের ডুবে গেলেন আড্ডায়। তাঁর চোখে স্বর্ণযুগ, কিংবদন্তিদের সঙ্গে কাজ, কোয়েল, কবীর..। রুপোলি পর্দায় ৫০ বছর পেরিয়ে এখনও তিনি যেন 'মৌচাক'-এর সেই তরুণ রঞ্জিত মল্লিক (Ranjit Mallick)

রুপোলি পর্দার স্বর্ণযুগ থেকে শুরু করে বর্তমান সিনেমা, কতটা বদলেছে চলচ্চিত্র? রঞ্জিত মল্লিক বলছেন, '১৯৭০ সালে মৃণাল সেনের 'ইন্টারভিউ' ছবি দিয়ে আমায় রুপোলি পর্দায় অভিনয় শুরু। ৫০ বছর পেরিয়ে গিয়েছে। আর্ট ফিল্ম বা কমার্শিয়াল, দু ধরনের ছবির প্রতিই আমার ভালোবাসা রয়েছে। ইন্ডাস্ট্রির ব্যবসা ভালো করে চলার জন্যও কমার্শিয়াল ছবির প্রয়োজন। সময়ের সঙ্গে সঙ্গে ছবি বদলেছে, ছবির বিষয় বদলেছে। গত ২ বছর অবশ্য করোনার জন্য প্রচণ্ড খারাপ সময় গিয়েছে। আবার এখন ধীরে ধীরে সবকিছু স্বাভাবিক হচ্ছে।' একটু থামলেন অভিনেতা। তারপর ফের বললেন, 'আগেও ভালো মন্দ মিশিয়ে ছবি হত, এখনও হয়। তবে তুলনা করলে আগের ছবিই বেশি ভালো ছিল। তপন সিংহ, ঋত্বিক ঘটক, সত্যজিৎ রায় থেকে শুরু করে অন্তত ২ ডজন ভালো পরিচালক ছিলেন। সেই সংখ্যাটা এখন কমে গিয়েছে। আগে বিষয়বস্তুতেও একটা বাঙালিয়ানা ছিল, এখন সেটা আর নেই। প্রযুক্তিগত দিক দিয়ে অনেক উন্নতি হলেও ভালো পরিচালকের সংখ্যা কমে গিয়েছে তা অনস্বীকার্য।'

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram