ABP Live Exclusive: বাবা-মেয়ের সম্পর্কের অব্যক্ত গল্প বলতে আসছে অপরাজিতা, আড্ডায় রোহন-তুহিনা

Continues below advertisement

আমাদের জীবনে কত না বলা কথা আমরা বলতে পারিনা। কথার স্তূপ জমতে জমতে জন্ম নেয় একরাশ অভিমানের। অভিমানের পাহাড় দীর্ঘ থেকে দীর্ঘতর হয়। নিজের অজান্তেই আমরা হারিয়ে ফেলি কত প্রিয়জনকে। আর সেটা যদি বাবা মেয়ের মত সম্পর্ক হয়, তাহলে? এরকমই এক অব্য়ক্ত সম্পর্কের গল্প বলতে আসছে রোহন সেন পরিচালিত ছবি 'অপরাজিতা'। কেমন ছিল এই ছবির জার্নি? এবিপি লাইভের সঙ্গে শেয়ার করলেন রোহন-তুহিনা।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram