Sandip Roy Exclusive: 'আমি চাই না ফেলুদা হিসেবে ইন্দ্রনীল সৌমিত্র চট্টোপাধ্যায় বা সব্যসাচীর অনুকরণ করুক'
Continues below advertisement
ফেলুদার (Feluda) চরিত্র নিয়ে জল্পনা, প্রযোজনা সংস্থার সঙ্গে মতের অমিল, কিছুই কোনও কিছুই আঁচড় কাটতে পারেনি 'ফেলুদা'-র গায়ে। সন্দীপ রায়ের হাত ধরেই ৬ বছর পরে পর্দায় ফিরছে ফেলুদা, থুড়ি নতুন ফেলুদা। ইন্দ্রনীল সেনগুপ্ত। এবার ফেলুদার ব্য়াটন তাঁরই কাঁধে। শুধু কী তাই? দর্শক এবার পর্দায় দেখবেন নতুন তোপসে আর জটায়ুকেও। ২ দিনের শ্যুটি সারা, সন্দীপ রায়ের কতটা মনের মতো হয়ে উঠতে পারলেন ইন্দ্রনীল? চরিত্রায়ন নিয়ে কতটা খুশি সন্দীপ রায়? এবিপি লাইভে ফেলুদার গল্পে অকপট সন্দীপ রায়।
Continues below advertisement
Tags :
ABP Ananda Tollywood Entertainment ABP Exclusive ABP Live Satyajit Roy ABP Live Exclusive Entertainment News Sandip Roy Exclusive Sandip Roy Indraneel Sengupta Hatyapuri Hatyapuri Exclusive ABP Ananda