অবিলম্বে স্বাস্থ্য বিমা চালুর দাবি আর্টিস্টস ফোরামের, শুরু হল না কোনও সিরিয়াল বা সিনেমার শ্যুটিং
স্টুডিওপাড়ায় শ্যুটিং জট অব্যাহত। কোনও সিরিয়াল বা সিনেমার শ্যুটিং হল না আজ। স্বাস্থ্য বিমা সংক্রান্ত জটে হল না শ্যুটিং। বিমা অবিলম্বে চালুর দাবি আর্টিস্টস ফোরামের। বিমা চালু করতে আর একটু সময় চাইছেন প্রযোজকরা।
Tags :
Health Insurance Bharat Laxmi Studio Serial Shooting Tollywood Shooting Abp Ananda Unlock One