Fashion: শর্বরী দত্তর হাতে গড়া বুটিকের ব্র্যান্ড শূন্যর নতুন সংগ্রহের ফটোশ্যুট
স্রষ্টা নেই। কিন্তু তাঁর সৃষ্টি আজও সাড়া জাগাচ্ছে ফ্যাশন দুনিয়ায়। গত বছরই প্রয়াত হয়েছেন ফ্যাশন শিল্পী শর্বরী দত্ত। কিন্তু তিনি রেখে গেছেন তাঁর সৃষ্টি। সেইসব নকশাই নতুন চেহারায় উঠে আসছে নানা ধরনের পোশাকে। তৈরি হচ্ছে পোশাক শৈলীর নতুন ভাষা। তাঁর হাতে গড়া বুটিকের ব্র্যান্ড ‘শূন্য’ চার বছর পূর্ণ করল। এই উপলক্ষে নতুন কালেকশনের ফটোশ্যুট হল রবিবার। ঠিক যেভাবে শর্বরী দত্ত তসর, সিল্ক, ধুতির ওপর ফুটিয়ে তুলতেন বাংলার কাঁথা বা কাশ্মীরের সুতোর কাজের নকশা, তারই ঝলক দেখা যাবে শূন্যর নতুন কালেকশনে।
এদিন ফটোশ্যুটে অংশ নিলেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা আদৃত রায়।
শর্বরী দত্ত ছিলেন দেশে পুরুষদের ফ্যাশনের অন্যতম পুরোধা। তাঁর তৈরি সংস্থার এই সংগ্রহ নিয়ে তাই আগ্রহ তুঙ্গে। ট্রাডিশনাল পোশাক যেমন - ধুতি, পাঞ্জাবি, শাড়ি তো রয়েছেই, তার পাশাপাশি এ যুগের পোশাকও রয়েছে শূন্যর এই সংগ্রহে। সেই সব পোশাকে নানান লুকে হল ফটোশ্যুট।