Singer Jojo on KK: 'ডুয়েট গাইতে গিয়ে বুঝেছি, মাটির কাছাকাছি মানুষ ছিলেন কেকে', বলছেন জোজো

Continues below advertisement

'সবসময় সঙ্গের শিল্পীকে সুযোগ দিতেন। কখনও বুঝতে দেননি উনি কত বড় শিল্পী, কখনও কারও প্রতিভাকে আড়াল করার চেষ্টা করেনি। একজন বড় শিল্পীর থেকে এটাই শেখার', কেকের সঙ্গে কাজ করার স্মৃতি ভাগ করে নিলেন জোজো। গানের সুরে আসমুদ্র হিমাচলের মন জয় করা সঙ্গীতশিল্পী KK, কৃষ্ণকুমার কুন্নথকে গান স্যালুট দিয়ে চিরবিদায় জানাল শোকাতুর তিলোত্তমা। সকাল পৌনে ১১টা নাগাদ সিএমআরআই থেকে এসএসকেএমে নিয়ে যাওয়া হয় কেকে-র মরদেহ। সেখানে ময়নাতদন্ত শেষ হওয়ার পরে কেকে-র মরদেহ নিয়ে যাওয়া হয় রবীন্দ্র সদনে। কান্নায় ভেঙে পড়েন প্রয়াত সঙ্গীতশিল্পীর স্ত্রী। তাঁকে স্বান্তনা দেন মুখ্যমন্ত্রী। এরপর রাজ্য সরকারের তরফে গান স্যালুটে শেষ শ্রদ্ধা জানানো হয় প্রয়াত সঙ্গীতশিল্পী কেকে-কে। কাল মুম্বইয়ের ভারসোভা শ্মশানে শেষকৃত্য সম্পন্ন হবে।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram