Sourav Ganguly Biopic: বলিউডে তৈরি হচ্ছে সৌরভের বায়োপিক, 'দাদা'র ভূমিকায় রণবীর!

বলিউডে নিজের বায়োপিকে সম্মতি দিলেন সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)। সচিন, ধোনির পর এবার সৌরভ গঙ্গোপাধ্যায়ের জীবনকাহিনী ফুটে উঠবে রূপোলি পর্দায়। দীর্ঘদিন ধরেই ধর্মা প্রোডাকশনের সঙ্গে কথা চলছিল সৌরভ গঙ্গোপাধ্যায়ের, কিন্তু সৌরভ রাজি ছিলেন না। এখন শোনা যাচ্ছে, অন্য একটি প্রযোজক সংস্থা সৌরভের বায়োপিক (Biopic of Sourav Ganguly) তৈরিতে আগ্রহী হয়েছে। হৃতিক রোশনকে নিজের চরিত্রে অভিনয় করতে দেখতে চান বলেও জানিয়েছিলেন সৌরভ। পরে শোনা গিয়েছিল, এই চরিত্রে রণবীর সিংহকে ভাবা হয়েছে। পরিচালক কবীর খানের ৮৩-তে কপিল দেবের ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে রণবীর সিংহকে (Ranveer Singh)। তাই এরপর ভাবা হয় রণবীর কপূরের (Ranbir Kapoor) কথা। সূত্রের খবর, সৌরভের চরিত্রে দেখা যেতে পারে রণবীর কপূরকে এবং ডোনার চরিত্রে দেখা যেতে পারে আলিয়া ভট্টকে (Alia Bhatt)।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola