Sourendro - Soumyojit: ২০ বছর আগে একসঙ্গে গানের জগতে পা রেখেছিলেন, সেই স্মৃতিই শোনা গেল সঙ্গীতশিল্পী সৌরেন্দ্র সৌমজিতের গলায়
ABP Ananda LIVE: ২০ বছর আগে একসঙ্গে গানের জগতে পা রেখেছিলেন তাঁরা। তারপর সুর, তাল, ছন্দ মিলিয়ে কাটিয়ে ফেলেছেন এতগুলো বছর। আজ ২০ বছর পূর্তিতে সেই স্মৃতিই শোনা গেল সঙ্গীতশিল্পী সৌরেন্দ্র সৌমজিতের গলায়। মঙ্গলবার বিশেষ সঙ্গীতানুষ্ঠানের আয়োজন করা হয় ভারতীয় জাদুঘরে। ছিলেন বাংলা চলচ্চিত্র জগতের অভিনেতা, অভিনেত্রী, পরিচালক থেকে শুরু করে বিশিষ্টরা। সব মিলিয়ে এদিনের সন্ধে সুরেলা করে তোলে সৌরেন্দ্র সৌমজিতের জুটি।
৫ অগাস্টের পর থেকে, বাংলাদেশে জেল ভেঙে পালানো শয়ে শয়ে বন্দি এখনও পলাতক। যা কপালে ভাঁজ ফেলেছে ভারতীয় গোয়েন্দাদের। জেল পালানো জঙ্গিরা ভারতে ঢুকে পড়েনি তো? ঢোকার ছক কষছে না তো? ভারতে ঢুকে নাশকতা বা জঙ্গি মডিউল তৈরির পরিকল্পনা নেই তো? আশঙ্কাটা বাড়ছে কারণ সম্প্রতি সেলিম মাতব্বর নামে এক বাংলাদেশি নাগরিককে কলকাতা থেকে গ্রেফতার করা হয়। তাঁর কাছ থেকে ভারতের ভুয়ো পাসপোর্ট....নদিয়া ও দিল্লির ঠিকানা দেওয়া দু-দুটো জাল আধার কার্ড উদ্ধার হয়। সম্প্রতি কর্ণাটকের চিত্রদূর্গ থেকে ৬ জন বাংলাদেশের নাগরিককে গ্রেফতার করে পুলিশ। সূত্রের দাবি, জিজ্ঞাসাবাদে তাঁরা জানান, বাংলাদেশ থেকে পশ্চিমবঙ্গ হয়ে ভারতে ঢোকে তারা। তারপর কলকাতা থেকে জাল পরিচয়পত্র সংগ্রহ করে। সেখান থেকে কর্ণাটকে পৌঁছন।