Subhashree Ganguly Exclusive: ইউভান রাজকে দেখে মেয়েদের সম্মান করতে শিখুক: শুভশ্রী
Continues below advertisement
শ্যুটিং থেকে সংসার, সবকিছু সামলাতে তিনি যেন আক্ষরিক অর্থেই দশভূজা। তবু জন্মদিন এগিয়ে এলে তিনি যেন ১৬-র তরুণী। মনে হয়, এক সপ্তাহ ধরে উদযাপন হোক তাঁর জন্মদিন, উপহারে, চমকে যেন বছরের বাকি দিনগুলোর রসদ সংগ্রহ করে নিতে চান তিনি। আজ তাঁর সেই বিশেষ দিনটা। সকাল থেকেই সোশ্যাল মিডিয়ায় উৎসবে, উচ্ছাসে ভাসছেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়। আজকের দিনটা বাড়িতে, প্রিয়জন আর ছোট্ট ইউভান সঙ্গেই কাটছে নায়িকার। তার ফাঁকেই এবিপি লাইভের সঙ্গে অকপট আড্ডায় শুভশ্রী গঙ্গোপাধ্যায়।
Continues below advertisement
Tags :
ABP Ananda Subhashree Ganguly Subhashree Raj Chakraborty Yuvaan ABP Live Exclusive ABP Subhashree Ganguly Exclusive Dr. Bokshi