কোনও বড় আর্থিক ক্ষতি হয়নি, পুলিশের হাতে সুশান্তর ব্যাঙ্ক স্টেটমেন্ট, ফ্ল্যাটে তদন্ত ফরেন্সিক দলের

Continues below advertisement
ভিলে পার্লেতে পবনহংস এরোড্রোমের কাছে হিন্দু শ্মশানঘাটে সুশান্তের শেষকৃত্য। কুপার হাসপাতালে মৃতদেহের ময়নাতদন্ত। মুম্বইয়ের ডেপুটি কমিশনার অফ পুলিশ জানান, বান্দ্রা পুলিশ স্টেশনে চিকিত্সকরা ময়নাতদন্তের রিপোর্ট জমা দিয়েছেন। গলায় ফাঁস লেগে শ্বাসরোধ হয়েই সুশান্তর মৃত্যু হয়েছে বলে রিপোর্টে উল্লেখ। ২ দিনের মধ্যে ভিসেরা পরীক্ষার রিপোর্ট মেলার সম্ভাবনা। পুলিশ সূত্রে খবর, দু’ ভাবে শ্বাসরোধে মৃত্যু হতে পারে। এক, গলায় ফাঁস লাগিয়ে।অথবা, বালিশ বা কোনও কিছু দিয়ে মুখ চাপা দেওয়া হলে। এদিকে, পটনা থেকে মুম্বই পৌঁছেছেন সুশান্তর বাবা। কয়েকজন আত্মীয়ও ইতিমধ্যেই মুম্বই পৌঁছেছেন। সুশান্তর দেহ পটনায় নিয়ে যাওয়ার কথা হলেও পরে সিদ্ধান্ত বদল হয়। যে শহরে তাঁর উত্থান, সেই মুম্বইতেই শেষকৃত্য হোক, এমনটাই চেয়েছেন সুশান্তর বন্ধু ও ঘনিষ্ঠরা। 
Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram