Tollywood News: টালিগঞ্জেও থ্রেট কালচার? কী বলছে ফেডারেশন?

Continues below advertisement

Tollywood Update: স্টুডিওপাড়াতেও এবার থ্রেট কালচারের অভিযোগ। আর তার জেরে কাজ না পেয়ে, কেশসজ্জা শিল্পীর আত্মহত্যার চেষ্টার অভিযোগ করল পরিবার। টলিপাড়ায় থ্রেট কালচার এখন জলভাত হয়ে গিয়েছে, এমনটাই দাবি করছেন অনেক কলাকুশলীরাই। আর কেশসজ্জা শিল্পীর এই ঘটনা, স্মৃতি উস্কে দিচ্ছে কয়েকমাস আগে পরিচালক রাহুল মুখোপাধ্য়ায়ের সঙ্গে ঘটে যাওয়া ঘটনার।

আরও খবর, আর জি কর কাণ্ডে সিবিআই রাডারে নির্মল ঘোষ। চিকিৎসকের দেহ সৎকারে কী ভূমিকা? ঘটনার দিন সন্দীপের সঙ্গে কী কথা? তৃণমূল বিধায়ককে ৭ ঘণ্টা জিজ্ঞাসাবাদ। গতকালের পর আজও সিজিও-তে আর জি কর মেডিক্যালের নিহত নির্যাতিতার ময়নাতদন্তকারী চিকিৎসক। কার চাপে সন্ধের পরেও তড়িঘড়ি ময়নাতদন্ত? জানতে চায় সিবিআই। আর জি করে চিকিৎসকের দেহ উদ্ধারের আগের দিন থেকেই ছুটিতে যান অভীক দে। নেননি কোনও অনুমতি। মগের মুলুক বানিয়ে তুলেছিলেন এসএসকেএম-কে। স্বাস্থ্য দফতরে চিঠি দিয়ে জানান ডিন। বিচারের দাবিতে এবার থানা শুদ্ধিকরণে বিজেপির মহিলা মোর্চা। মানিকতলায় ঝাঁটা হাতে ব্যারিকেড টপকালেন লকেট। বেহালায় গঙ্গাজল-গোবর ছড়ালেন অগ্নিমিত্রা। নিয়োগের দাবিতে ফের এসএসসি ভবন অভিযানে উচ্চপ্রাথমিক চাকরিপ্রার্থীরা। সল্টলেকে তুলকালাম। চ্যাংদোলা করে আন্দোলনকারীদের বাসে তুলল পুলিশ। 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram