Tota Roy Chowdhury Fitness Video: শরীর ফিট রাখতে টোটার মন্ত্র ‘বার-যোগা’, দেখে নিন কারিকুরি

Continues below advertisement
নতুন বছরে ফিট থাকার বার্তা দিলেন ফেলুদা। মানে টোটা রায়চৌধুরী। শ্যুটিংয়ে বা অন্যান্য কাজে যতই ব্যস্ত থাকুন না কেন, শরীরচর্চার সঙ্গে টোটা কোনও আপোষ করেন না। বাড়িতে অভ্যেস করেই টোটা আয়ত্ত করেছেন ‘বার-যোগা’। ইউরোপের ব্যালে শিল্পীরা নিজেদের কুশলতা বাড়ানোর জন্য এই বার যোগা অভ্যাস করেন। টোটা সেই বার যোগা-র ভিডিও নিয়ে হাজির অনুরাগীদের জন্য। দেখুন, নতুন ফেলুদার শরীরচর্চার এই ভিডিওটি।
Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram