ABP News

Nonichora Baul: গ্রামে গিয়ে বহুরূপী সাজলে জোটে অসম্মান, ননীচোরা দাস বাউলদের সংসারের মনখারাপ করা গল্প

Continues below advertisement

Bahurupi: তিনি বহুরূপী। গ্রামে গ্রামে গিয়ে বিভিন্ন রূপ দেখিয়ে উপার্জন করাই তাঁর পেশা। কিন্তু হঠাৎ যেন কোন এক যাদুকাঠির ছোঁয়াতে বদলে গিয়েছে তাঁর জীবন। তিনি কলকাতায় এলেন, থাকলেন, গান গাইলেন, মন জয় করে নিলেন সব্বার। তিনি ননীচোরা দাস বাউল। শিবপ্রসাদ মুখোপাধ্যায় (Shuboproshad Mukherjee) ও নন্দিতা রায়ের (Nandita Roy)-এর হাত ধরে যাঁকে এখন চেনেন সবাই, বাস্তবে সেই মানুষটা কেমন? বহুরূপীকে পেশা হিসেবে নেওয়ার জন্য গ্রামের মানুষ আদৌ কি ভাল চোখে দেখেন তাঁদের? কদর করেন? নাকি এই শিল্পকে দর্শকদের কাছে তুলে ধরতে গিয়ে কেবল জোটে অসম্মান আর অপ্রিয় পরিস্থিতি? সেই বহুরূপীর কথা, ননীচোরা দাস বাউলের মনের কথা, গ্রামের কথা, পেশার আর্থিক পরিস্থিতির কথা শুনল এবিপি লাইভ বাংলা (ABP Live Bangla)। 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram