Pujo Fashion: এবার পুজোর ফ্যাশন স্টেটমেন্ট কী? এবিপি লাইভে এক্সক্লুসিভ অভিনেতা রোহন

Continues below advertisement

পুজোর সাজ মানেই হতে হবে আনকোরা-অন্যরকম। তবেই তো ভিড়ের মাঝেও চোখ যাবে শুধুমাত্র আপনারই দিকে। ফ্য়াশনের দুনিয়ার তাই মহিলাদের পাশাপাশি পুরুষের ফ্যাশন নিয়েও নানান পরীক্ষা নিরীক্ষা চালাচ্ছেন ডিজাইনাররা। কাকে কোন রঙ মানাবে? সুতি না খাদি, সিল্ক না তসর। পুজোর সকাল-বিকেল কী ধরণের পোশাক বেছে নিতে পারেন আপনি? এবিপি লাইভের দর্শককে জানাচ্ছেন অভিনেতা রোহন ভট্টাচার্য। রোহনের পছন্দের পোশাক কী আপনারও ভালো লাগছে?

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram