Corona Vaccination: করোনা টিকা নেওয়ার পর অসুস্থ বেলেঘাটা আইডি-র অধ্যক্ষা, খাদ্যে বিষক্রিয়া নাকি পার্শ্বপ্রতিক্রিয়া, উঠছে প্রশ্ন

Continues below advertisement

অসুস্থ বেলেঘাটা আইডির (Beleghata ID) অধ্যক্ষা অনিমা হালদার। ভরতি করা হল বেলেঘাটা আইডির সিসিইউতে। কোভিশিল্ডের দ্বিতীয় ডোজ নেওয়ার পর রাতে অসুস্থ হয়ে পড়েন তিনি। টিকা নেওয়ার পর থেকেই বমি শুরু হয়ে অনিমা হালদারের। খাদ্যে বিষক্রিয়া থেকেই বমি নাকি টিকার পার্শ্বপ্রতিক্রিয়া? খতিয়ে দেখছেন চিকিৎসকরা। আপাতত স্থিতিশীল জানালেন চিকিৎসকরা। টিকার কারণে অসুস্থ কিনা খোঁজ নিয়ে দেখছে স্বাস্থ্য দফতর। টিকার সম্ভাব্য পার্শ্বপ্রতিক্রিয়ার আক্রান্তের তালিকায় ঢুকল নাম।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram