Vaccination Camp: স্বাস্থ্য দফতরের ওয়েবসাইটের তালিকার বাইরে থাকা সব ভ্যাকসিন ক্যাম্প বেআইনি, জানাল রাজ্য
ভুয়ো ভ্যাকসিনকাণ্ড (Fake Vaccination Cam) থেকে শিক্ষা নিয়ে টিকা ক্যাম্প আয়োজনে সতর্কতা। রোজ কোথায় টিকাকরণ, তার তালিকা প্রকাশ হবে ওয়েবসাইটে। রাজ্য স্বাস্থ্য দফতরের ওয়েবসাইটে থাকবে বিস্তারিত তালিকা। প্রত্যেকটি জেলায় কোথায় ভ্যাকসিন, জানানো হবে তাতে। তালিকার বাইরে থাকা সব ক্যাম্প বেআইনি, জানাল স্বাস্থ্য দফতর। আজকে রাজ্যজুড়ে সরকারি-বেসরকারি মিলিয়ে ১,৬৩৩টি ক্যাম্প।
ভুয়ো ভ্যাকসিনকাণ্ডে পুলিশের জালে দেবাঞ্জন দেবের আরও ২ সহযোগী। ধৃতদের মধ্যে রয়েছেন দেবাঞ্জনের খুড়তুতো দাদা কাঞ্চন দেব। পুলিশের দাবি, নাকতলার বাসিন্দা কাঞ্চন ছিলেন দেবাঞ্জনের অফিসের সেকেন্ড-ইন-কম্যান্ড। তাঁকে কলকাতা পুরসভার কন্ট্রোলিং অফিসার হিসেবে পরিচয় দেওয়া হত। প্রথম থেকেই তিনি জানতেন, দেবাঞ্জন আদতে IAS নন। দেবাঞ্জনের প্রতারণা-কারবারে কাঞ্চনও যুক্ত ছিলেন বলে পুলিশের দাবি।
অপর এক ধৃত শরৎ পাত্র কাজ করতেন তালতলা এলাকার এক চিকিত্সকের চেম্বারে। সেখানেই ইঞ্জেকশন দিতে শিখেছিলেন তিনি। সেই অভিজ্ঞতা কাজে লাগিয়ে দেবাঞ্জনের ভুয়ো ক্যাম্পে শরৎই দিতেন ভুয়ো ভ্যাকসিন। এমনই দাবি পুলিশের।