ABP Exclusive : স্তন বাদ না দিয়েই ক্যান্সারের চিকিত্সায় একের পর এক সাফল্যের নজির, আলোচনায় ডা. দীপ্তেন্দ্র সরকার
Continues below advertisement
পরিসংখ্যান বলছে, ভারতে প্রতি ২৮ জনে একজন স্তন ক্যানসারে আক্রান্ত হন। তবে এই রোগের চিকিত্সা মানেই এখন আর স্তন বাদ যাওয়া নয়। ডা. দীপ্তেন্দ্র সরকারের নেতৃত্বে এসএসকেএম হাসপাতালে স্তন বাদ না দিয়েই সম্পূর্ণ সুস্থ করে তোলা হচ্ছে রোগীদের। চিকিত্সক জানালেন, ঠিক সময়ে চিকিত্সা শুরু করলে ব্রেস্ট ক্যান্সারে প্রাণহানির আশঙ্কা এখন অত্যন্ত কম ! এই নিয়ে বিরাট আশার কথা শোনালেন তিনি। এবিপি লাইভের সঙ্গে এক্সক্লুসিভ সাক্ষাত্কারে ডা. দীপ্তেন্দ্র সরকার।
Continues below advertisement
Tags :
Cancer Treatment ABP Exclusive Breast Cancer Treatment Doctor Diptendra Sarkar Breast Cancer In India Breast Removal Breast Cancer Symptoms