ABP Exclusive World Breastfeeding Week : স্তনদান মা ও শিশুর জন্য কতটা জরুরি? কতটা প্রয়োজনীয় হবু মায়ের কাউন্সেলিং?

Continues below advertisement

চলছে World Breastfeeding Week . মায়ের দুধ যেন সব শিশুরা পর্যাপ্ত পরিমানে পায়, সেই মিশন নিয়েই এই সপ্তাহ পালন। মা ও সন্তানের শারীরিক সুস্থতা অনেকটাই নির্ভর করে মাতৃদুগ্ধ দান ও পানের উপর।  শুধু তাই নয়, দুজনের ইমোশনাল বন্ডিংও অনেক ক্ষেত্রে এর উপর নির্ভরশীল। বিষয়টির গুরুত্ব অনেকেই বোঝেন না, কিংবা শারীরিক সমস্যার ফলে নির্দিষ্ট সময়ের আগেই মা সন্তানকে ব্রেস্টফিড করানো বন্ধ করে দেন। এতে যেমন আছে কিছু ব্যক্তিগত সমস্যা, তেমন কিছু পারিপার্শ্বিক সমস্যাও। সেই বাধাগুলি কাটিয়ে ফেলার বার্তাই দেওয়া হচ্ছে এই বিশেষ সপ্তাহে। সেই সঙ্গে কলকাতার ইনস্টিটিউট অফ চাইল্ড হেলথে চলছে ল্যাকটেশন ইউনিট। সারাবছরই এখানে স্তনদায়ী মায়েদের কাউন্সেলিং করা হয়। বিশেষ এই সপ্তাহে স্তনপানের গুরুত্ব নিয়ে এবিপি লাইভে এক্সক্লুসিভ আলোচনায় শিশুরোগ বিশেষজ্ঞ ডা. অগ্নিমিতা গিরি সরকার। 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram