Covid Third Wave: করোনার তৃতীয় ঢেউয়ের মোকাবিলার প্রস্তুতি খতিয়ে দেখতে স্বাস্থ্যসচিবের সঙ্গে বৈঠক মুখ্যসচিবের

Continues below advertisement

করোনার তৃতীয় ঢেউ সামলাতে কতটা প্রস্তুত রাজ্য? আর কোন কোন জায়গায় পরিকাঠামোয় উন্নতি প্রয়োজন? রাজ্যের মুখ্যসচিব হরেকৃষ্ণ দ্বিবেদি ও স্বাস্থ্যসচিব নারায়ণ স্বরূপ নিগমের নেতৃত্বে এই ধরনের বিভিন্ন বিষয়ে দফায় দফায় বিস্তারিত আলোচনা চলল স্বাস্থ্য ভবনে। প্রথমে রাজ্যের অন্যান্য সচিবদের সঙ্গে ও তারপর রাজ্যের সব জেলার জেলাশাসক এবং মুখ্য স্বাস্থ্য আধিকারিকদের সঙ্গে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে বৈঠক সারেন মুখ্যসচিব-স্বাস্থ্যসচিব।

প্রত্যেক জেলায় স্বাস্থ্য ব্যবস্থার ঠিক কী পরিস্থিতি, পরিকাঠামোগতভাবে জেলাগুলির বিভিন্ন হাসপাতালে কোনও অভাব বা সমস্যা রয়েছে কি না, সেসব নিয়ে জানতে চাওয়া হয় মুখ্যসচিব-স্বাস্থ্যসচিবের পক্ষ থেকে। আগেভাগে বাড়তি বেড সংরক্ষণ করে রাখার পরিকল্পনাও সাজানো হয়েছে বলেই জানা গিয়েছে। করোনার দ্বিতীয় ঢেউয়ের ধাক্কা মোটামুটি সামলে ওঠা গিয়েছে গোটা রাজ্যেই, কিন্তু তার মাঝেই চিন্তা বাড়াচ্ছে তৃতীয় ঢেউয়ের আশঙ্কা। এই পরিস্থিতিতে আগের অভিজ্ঞতা মাথায় রেখে বাড়তি সর্তকর্তামূলক ব্যবস্থা হিসেবে এখন থেকেই প্রস্তুতি নেওয়া শুরু করা হল রাজ্য প্রশাসনের তরফে। তৃতীয় ঢেউ এলে তা সামাল দিতে রাজ্যের পরিকাঠামো কতটা প্রস্তুত সেই নিয়ে চলে বিস্তারিত আলোচনা।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram