Corona Inspirational Story Exclusive: করোনা, হেপাটাইটিস এ, আঙুলে পচন, ৫৬ দিনের লড়াই শেষে নতুন জীবনে ফেরা অনির্বাণের

Continues below advertisement

৫৬ দিন জীবন-মৃত্যুর সীমানায় দাঁড়িয়ে লড়াই। করোনায় একটি ফুসফুস প্রায় বিকল । গ্যাংরিন হয়ে বাদ দেওয়ার উপক্রম হয়েছিল আঙুল। করোনা আক্রান্ত ছিল দেড় বছরের মেয়েও। কঠিন যুদ্ধে ক্ষতবিক্ষত হয়েও কীভাবে জীবনে ফিরলেন অনির্বাণ ভৌমিক ? এবিপি লাইভে ভাগ করে নিলেন অভিজ্ঞতা।
বিদেশ থেকে বাড়িতে আসা ছুটিতে। সঙ্গে ফুটফুটে দেড় বছরের মেয়ে। করোনার কামড়ে ক্ষতবিক্ষত হল গোটা পরিবার। মারণ-ভাইরাসের কবলে পড়েছিল ছোট্ট শিশুটিও। আর অনির্বাণ নিজে আক্রান্ত হন, হেপাটাইটিস এ-তেও। জীবনের আলো ক্রমেই যেন ক্ষীণ হয়ে আসছিল। কাজ করা বন্ধ করে দিয়েছিল একটি ফুসফুস। কিন্তু অবচেতনেও কোথাও প্রবলভাবেই জীবিত ছিল মনের জোর। মেয়ের কাছে ফিরে আসার অদম্য ইচ্ছে। আর ছিল মেয়ের আকুল 'বাবা' ডাক। স্বামীকে কাছে পাবেনই আবার, দৃঢ় প্রত্যয়ী ছিলেন স্ত্রী অলিম্পিয়া। সেই সঙ্গে ছিল অ্যাপোলো গ্লিনিগলসের চিকিত্সকদের হার-না-মানা জেদ। নতুন জীবনে ফিরলেন অনির্বাণ। সেই কাহিনি ভাগ করে নিলেন এবিপি লাইভের সঙ্গে। 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram