দেশে বাড়ছে করোনা-আক্রান্তের সংখ্যা, 'আতঙ্কের কোনও কারণ নেই', ট্যুইটে আশ্বাস প্রধানমন্ত্রীর

Continues below advertisement
দেশবাসীকে আশ্বস্ত করতে এবার করোনা নিয়ে টুইট প্রধানমন্ত্রীর। নরেন্দ্র মোদি জানিয়েছেন, "বিভিন্ন মন্ত্রক ও রাজ্য একসঙ্গে কাজ করছে"। তিনি বলেন,, বিদেশ থেকে আগতদের স্বাস্থ্যের প্রতি বিশেষ নজর দেওয়া হচ্ছে। পাশাপাশি দেশবাসীর কাছে তাঁর আবেদন, নিজেদের সুরক্ষিত রাখতে উপযুক্ত ব্যবস্থা নিন।
আরও বাড়ছে করোনা আতঙ্ক, উত্তরপ্রদেশে আক্রান্ত ৬। ‘উত্তরপ্রদেশে ৬জনের শরীরে করোনা ভাইরাস পজিটিভ। ইতালি-ফেরত একজনের শরীরে করোনা ভাইরাস’। করোনা নিয়ে দাবি উত্তরপ্রদেশের স্বাস্থ্য মন্ত্রীর। এখনও এর সত্যতা নিয়ে কিছু জানায়নি কেন্দ্র, দাবি কেন্দ্রীয় সূত্রের। জয়পুরেও একজনের শরীরে করোনা ভাইরাস। দিল্লি-নয়ডা-লখনউতেও করোনা আতঙ্ক। নয়ডায় করোনা আক্রান্ত পরিবারের সঙ্গে পার্টি। ইতালি-ফেরত পরিবারের সঙ্গে জন্মদিনের পার্টি। পার্টির্তে থাকা ২ ছাত্র-সহ ৫জনের মেডিক্যাল পরীক্ষা। করোনা-ভাইরাস আতঙ্কে নয়ডার স্কুল বন্ধ। নয়ডার সিএমওএইচ অনুরাগ ভার্গব জানান, নয়ডায় এক স্কুলের জন্মদিনের পার্টিতে যোগদান করা ৫ জনের স্বাস্থপরীক্ষা হয়েছে, স্যানিটিস করা হচ্ছে স্কুলও। জয়পুরে কেন্দ্র ও রাজ্যের আধিকারিকদের মধ্যে করোনা নিয়ে বৈঠক হয়। লখনউতেও একজন করোনা আক্রান্ত বলে সন্দেহ।  আগরায় আরও ৬ জনের উপর নজর। আগরায় ইতালি-ইরান বা চিন থেকে পর্যটকদের উপর নজর। প্রতিটি হোটেল-গেস্টহাউসে বিশেষ নির্দেশিকা রাজ্যের। স্যাম্পল পাঠানো হল ইন্সটিটিউট অফ ভায়রোলজিতে। করোনা আতঙ্কের জেরে ওষুধ রফতানিতে নিষেধাজ্ঞা। ১৮টি ওষুধ রফতানিতে নিষেধাজ্ঞা।
Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram